নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরপরাধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একইসঙ্গে এসব কর্মকাণ্ড বন্ধে স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।শুক্রবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। বন্দরনগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। অথচ এই শহরে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে।
বিএনপি দাবি করে, বর্তমানে চট্টগ্রামে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায় মিথ্যা মামলা ও দখলবাজ চক্রের চাঁদাবাজির কবলে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দলটি এ পরিস্থিতিকে অর্থনৈতিক স্থবিরতার কারণ হিসেবে অভিহিত করেছে।
বিবৃতিতে বিএনপি চট্টগ্রামের ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এই অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামকে রক্ষা করতে হলে অবিলম্বে মিথ্যা মামলা, চাঁদাবাজি এবং অপরাধীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
