২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মিথ্যা অপপ্রচারে মীরসরাইয়ে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

মীরসরাই প্রতিনিধি ;চট্টগ্রামের মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (৪ জুন) বিকেল ৪টায় মীরসরাই শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২০১৭ সাল থেকে একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ অপপ্রচার নতুন মাত্রা পেয়েছে।”

আজিম উদ্দিন ভূঁইয়া দাবি করেন, এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা ও উপজেলা প্রশাসনের একাধিক তদন্তে বিদ্যালয়ের মার্কেট নির্মাণ ও হিসাবপত্রে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, “৫ আগস্ট পটপরিবর্তনের পর একটি চক্র আমার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে। আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত নই।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।

আজিম উদ্দিন ভূঁইয়া আরও বলেন, “আমার ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাক করে দুষ্কৃতকারীরা আমার ফেসবুক আইডি, জিমেইল, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও ব্যক্তিগত ছবি, ভিডিও হাতিয়ে নিয়েছে। পরে তারা আমার কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

আরও পড়ুন