২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মামলা প্রত্যাহারের দাবিতে প্যাসিফিক জিন্স শ্রমিকদের আন্দোলন

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে প্যাসিফিক জিন্স গ্রুপের বিভিন্ন ইউনিটের শ্রমিকরা। এতে হামলার শিকার হয়েছেন আন্দোলনে যুক্ত না হওয়া বেশ কয়েকজন শ্রমিক ও কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম শিল্প পুলিশ-৩ এর এসপি মোহাম্মদ সোলায়মান।
প্যাসিফিক জিন্সের শ্রমিক সুমন বলেন, চলতি বছরের ৫ জানুয়ারিতে প্যাসিফিকে বেশ কিছু শ্রমিকরা আন্দোলন করে। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। বিষয়টি জানার পর প্যাসিফিক জিন্সের কয়েকজন শ্রমিক গতকাল (বুধবার) আন্দোলন শুরু করে। তাদের দাবি মামলাটি প্রত্যাহার করা। এটি নিয়ে আমাদের মালিকপক্ষও পুলিশের সঙ্গে কথা বলেছেন। পুলিশও মামলাটি প্রত্যাহারের বিষয়ে জানিয়েছেন। এরপরও ওই শ্রমিকগুলো কাউকে কাজ করতে দিবে না। তারা মামলা প্রত্যাহার নিয়ে বক্তব্যটি মালিক থেকে শুনতে চায়।
তিনি আরও বলেন, এক পর্যায়ে আমাদের এমডি (ব্যবস্থাপনা পরিচালক) একটি ভিডিও বার্তা পাঠায়। সেখানে তিনি সবাই কাজ করার কথা বলেছেন। এবং বলেছেন, যদি কেউ কাজ বন্ধ করে পরিবেশ নষ্ট করতে চায় তাহলে উনি অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দিবেন। এরপরও ওই শ্রমিকগুলো আজকে (বৃহস্পতিবার) সকাল থেকে আন্দোলন করতে শুরু করে। তারা জোর করে সবাইকে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে বলে। যারা আন্দোলনে যেতে আগ্রহী না তাদের উপর হামলা করে। এ সময় এইচআর ও প্রোডাকশনের কিছু অফিসারের উপরও তারা হামলা করে।
চট্টগ্রাম শিল্প পুলিশ-৩ এর এসপি মোহাম্মদ সোলায়মান বলেন, শ্রমিকদের একটি পক্ষ আন্দোলনের নামে সংহিসতা করার চেষ্টা করছে। তারা কয়েকজনকে হামলা করার কথাও আমরা জেনেছি। আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়ন আছে। আশা করছি, আর কোনো সমস্যা হবে না।

আরও পড়ুন