অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষকে কেন্দ্র করে মামলা করেছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) রাত হাটহাজারী থানায় এ মামলা দায়ের করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, মামলার বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।অন্যদিকে, জোবরা গ্রাম ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা এখনও বলবৎ। ক্যাম্পাসের পরিবেশ থমথমে; ক্লাস চললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। সকল বিভাগের পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী করণীয় ঠিক করতে বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন উপাচার্য।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক ছাত্রীকে ভাড়া বাসায় এক ছাত্রীকে মারধরের ঘটনায় শনিবার ও রবিবার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রভিসি, প্রক্টরসহ কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
