১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মানবাধিকার দিবসে আইএইচআরসিজি’র অনুষ্ঠান : মানবাধিকার সমুন্নত রাখার অঙ্গীকার

খবর বিজ্ঞপ্তি: আগামী ১০ ডিসেম্বর রোজ বুধবার ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইএইচআরসিজি বাংলাদেশ’র উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে সকাল ১০ ঘটিকায় এক আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর এস.এম. নসরুল কদির, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আইএইচআরসিজি বাংলাদেশ’র জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আইএইচআরসিজি’র নির্বাহী পরিচালক নুরুল আবসার তৌহিদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইএইচআরসিজি বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট মো: আমির হোসেন খাঁন। উক্ত অনুষ্ঠানকে সফল করার জন্য আইএইচআরসিজি’র ইন্টারন্যাশনাল সমন্বয়কারী মোঃ আবু হাসান ও আইএইচআরসিজি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মুহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন