১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাকে ফোন করে সন্তান দেখে রাখার আকুতি, অতঃপর…

অনলাইন ডেস্ক: ফরিদপুরের সদরপুরে মাকে ফোন করে সন্তানকে দেখে রাখার আকুতির পরদিনই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তানজিলা ইসলাম (১৮) নামের এক গৃহবধূর লাশ।শুক্রবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানান মৃত তরুণীর মামা কুদ্দুস আলী। তিনি বলেন, রাত ১২টার দিকে ভাগনি ফোন করে আমার বোনকে জানিয়েছিল—মা, আমার সন্তানকে তোমরা দেখে রেখ। এরপর রাত ১টায় ভাগনির শ্বশুরবাড়ি থেকে ফোন দিলে জানতে পারি, তানজিলা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।আমার ভাগনির গলায় ফাঁসের কোনো দাগ নেই। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মেরে ফেলা হয়েছে। আমরা মামলা করব, এ হত্যার বিচার চাই।
সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেংগামার গ্রামের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।গৃহবধূ তানজিলা কৃষ্ণপুর ইউনিয়নের চরদড়ি কৃষ্ণপুর গ্রামের আইয়ুব আলী খানের মেয়ে এবং তার স্বামী রাকিব মৃধা সৌদি আরব প্রবাসী। তাদের রায়তুল নামে এক বছরের একটি ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ বছর আগে তানজিলা ইসলাম ভালোবেসে রাকিব মৃধাকে বিয়ে করেন। বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে ফোনে কথা বলে তানজিলা তার মায়ের কাছে ফোন দিয়ে বলে আমার সন্তানটা দেখে রেখ, এরপর রাত ১টার দিকে তানজিলার শ্বশুরবাড়ির লোকজন ফোন দিয়ে জানায় তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া বলেন, লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে, কিভাবে মারা গেছে।পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন