১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মাওলানা শহীদ রইস উদ্দীনের হত্যার বিচারের দাবিতে পটিয়ায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ

পটিয়া প্রতিনিধি: মাওলানা শহীদ রইস উদ্দীনের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় ইসলামিক ফ্রন্টের নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মডেল মসজিদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, পটিয়া উপজেলা সভাপতি এয়ার মোহাম্মদ পেয়ারু, সহ-সভাপতি আক্তার হোসেন, ওবায়দুল ইসলাম, আবেদীন, জালাল রব্বানী, নিমমুল করিম সুমন, মোজাম্মেল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, মাওলানা রইস উদ্দীনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, অথচ এখনো প্রকৃত অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।বিক্ষোভকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।

আরও পড়ুন