১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মাওলানা রইস হত্যা, চট্টগ্রামে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রসেনা নেতা, মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে সড়ক অবরোধ। সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে শুরু হয় এ অবরোধ, চলবে দুপুর ১২টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, অবরোধ চলাকালীন নগরের মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট, জিইসি, নতুন ব্রিজ, সল্টগোলা ক্রসিং, একে খান গেটসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়কগুলোতে সুন্নি ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছেন।
প্রতিনিধিরা জানিয়েছেন, হাটহাজারী বাসস্ট্যান্ড, কাটিরহাট, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়াসহ কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ চলছে।


এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের সল্টগোলা ক্রসিংয়ে অবরোধকারীদের বাধা দেয় পুলিশ। আর মুরাদপুরে অবরোধকারীদেরকে লাঠিসোঁটা নিয়ে দুর্বৃত্তরা ধাওয়া করেছে বলে অভিযোগ ওঠেছে অন্যদিকে বাঁশখালী উপজেলার গুনাগরী চৌমুহনী চত্বরে অবরোধকারীদের ওপর হামলা হয়েছে। তাদের অভিযোগ, জামায়াত-শিবির এ হামলায় জড়িত। পুলিশ ওই সময় নীরব ভূমিকা পালন করে।বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।তারা দাবি করছেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা রইস উদ্দিনকে গত ২৭ এপ্রিল গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় একটি মহল। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয়।
তাকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের নেতাকর্মীরা।এরই অংশ হিসেবে আজ সড়ক অবরোধের ডাক দিয়েছে ইসলামী ছাত্রসেনা। এ ঘটনায় জড়িত কাউকে এ পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ।

আরও পড়ুন