নিজস্ব প্রতিবেদক: : প্রগতিশীল নাগরিক সমাজ-এর উদ্যোগে শুক্রবার সকাল এগারোটায় সংগঠনের উত্তর কাট্টলি কার্যালয়ে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হতাহত শিক্ষার্থীদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির ভাষণে বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর দৈন্য দশা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত কলংকের। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়ে কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকারা অগ্নিদগ্ধ হয়ে অকালে মৃত্যুবরণ করে দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে, জাতি হিসেবে আমরা কতো অসহায় এবং নির্লজ্জ। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মোহাম্মদ শুক্কুর, অমল শীল, খুরশিদা বেগম বকুল, দিপ্তী দে, রাজু শীল, পিংকি দে ও খাদিজা বেগম প্রমুখ। সভাশেষে নিহত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের রূহের মাগফিরাত মাগফিরাত ও আহতদের আশু রোগমুক্তি কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল হাকিম।
