খবর বিজ্ঞপ্তি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহ আমানত মার্কেট অস্থায়ী কার্যালয়ে ১৬ ডিসেম্বর বিকালে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল আসগর চৌধুরী। মহানগর যুগ্ম সম্পাদক সম্পাদক বি এম সায়েদুল হকের সঞ্চালনায় সভাপতি বলেন,দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন তৎকালীন ক্যাপ্টেন অলি আহমদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং দেশের আপামর জনগণের অংশ গ্রহনের মাধ্যমে বিজয় অর্জিত হয়। বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। তিনি বলেন, ১৯৭১ সালে বিজয়ের প্রান্তে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে দূরে রেখে জেনারেল অরোরার মাধ্যমে পাক আর্মির আত্মসমর্পনের মধ্য দিয়ে ভারত এদেশে তাদের আধিপত্যবাদ কায়েমের চেষ্টা তৎপরতা শুরু করছে, যা এখনো বিদ্যমান আছে।
এলডিপি সবসময় একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে এলডিপির প্রার্থীর পক্ষে জনজোয়ারের মাধ্যমে ছাতা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান করেন।
সভায় বক্তব্য রাখেন মহানগর এলডিপির অর্থ সম্পাদক ও কোতোয়ালি এলডিপির সভাপতি, আবু সৈয়দ,নগর যুগ্ম সম্পাদক ও যুবদলের সভাপতি আজহারুল ইসলাম অপু,আকরামুল করিম ইমন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওসমান আলী রেজবি, এলডিপির যুব বিষয়ক ও যুবদলের সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক আব্দুল্লা আল নোমান, যুবদল সিনিয়র সহ সভাপতি আবু তৈয়ব, মো. আজিজ, মো. আসলাম, গণতান্ত্রিক শ্রমিকদলের মিজান, সোহেল, আরিফ সহ অসংখ্য নেতৃবৃন্দ। সভার শেষে কর্ণেল অলি র দীর্ঘায়ুকামনায় এবং শহীদের আত্মার শান্তি কামানায় এবং দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্যে বিশেষ দোয়া করা হয়।





