সংবাদ বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক যোগদান অনুষ্ঠান নগরীর আমতলাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকেল ৫টায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর সভাপতি বিএম সাইদুল হক। প্রধান অতিথি ছিলেন এলডিপি চট্টগ্রাম মহানগরের সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা এলডিপির সভাপতি আবু সৈয়দ, সহ-সভাপতি মুহাম্মদ উদ্দিনসহ মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল মহানগরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-নোমান।উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ সভাপতি মুহাম্মদ শোয়াইব, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক আবদুল হালিম প্রমূখ।
অনুষ্ঠানে সংগঠনে যোগদান করেন, মকবুল আহমদ লোকমান (সদরঘাট থানা), আবু বককর আঙ্গুর (বাকলিয়া থানা), মুহাম্মদ কবির (চান্দগাঁও), মুহাম্মদ হেলাল উদ্দিন (চান্দগাঁও), বশির আহমদ (চান্দগাঁও), মোজাম্মেল হক (রিয়াজ উদ্দিন বাজার), রফিকুল ইসলাম মোল্লা (রিয়াজ উদ্দিন বাজার), জাহাঙ্গীর (রিয়াজ উদ্দিন বাজার), মুহাম্মদ লেলাল (রিয়াজ উদ্দিন বাজার), মুহাম্মদ সজিব (রিয়াজ উদ্দিন বাজার), মুহাম্মদ আবু তাহের (এনায়েত বাজার) এবং মুহাম্মদ শাহ আলম (এনায়েত বাজার)।
প্রধান অতিথি বলেন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলে আজ যারা যোগদান করেছেন তারা আসলে গণতন্ত্র ও জনগণের অধিকারের সংগ্রামে নিজেদের সম্পৃক্ত করলেন। আমাদের রাজনীতি হলো দেশকে ভালোবাসা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। এলডিপি ও এর সহযোগী সংগঠনগুলো সবসময় গণমানুষের স্বার্থে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, নতুন যোগদানকৃত নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী করবে, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আমরা ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করি না, করি জনগণের কল্যাণের জন্য। গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
