১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মসজিদ উদ্বোধনের আগে বিদ্যুৎস্পৃষ্টে খতিবের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে নতুন মসজিদ উদ্বোধন অনুষ্ঠানের আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মোহাম্মদ আজগর আলী (২৮) নামের নবনির্মিত মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।তিনি ইসলামী ছাত্রসেনার ওয়ার্ড সভাপতিv দায়িত্ব ছিলেন। এছাড়া বাগমারা বাইতুন নূর জামে মসজিদের খতিব ছিলেন। উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাথরিয়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে।নিহত মাওলানা মোহাম্মদ আজগর আলী দক্ষিণ কাথরিয়া আইল্লার বাপের বাড়ির মোহাম্মদ জেবল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজগার আলী নিজের নির্মিত একটি মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার জন্য বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাওলানা মোহাম্মদ আজগর আলীর মৃত্যুতে কাথারিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ দিদার আহমদ বলেন, আজগর আলী জলকদর খালের কিনারে নিজেই মসজিদ নির্মাণ করে উদ্বোধনের আয়োজন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মৃত্যুর ব্যাপারে পরিবারে পক্ষ থেকে বিনা অনুমতিতে লাশ দাফনের আবেদন করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন