৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মনিরের দূরপাল্লার শটের কাছে হারল আবাহনী

ক্রীড়া ডেস্ক : সময়টা বড্ড খারাপ যাচ্ছে আবাহনী লিমিটেডের। বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) ৫ ম্যাচ খেলে মাত্র এক জয় পেয়েছে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে আজ ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল তারা।তবে কপালে জয় জুটেনি আবাহনীর।উল্টো হারই সঙ্গী হয়েছে। ব্রাদার্স ইউনিয়নের কাছে ১-০ গোলে হারায় আকাশী-নীলদের বাজে সময়টা আরো দীর্ঘায়িত হয়েছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে তিক্ত স্বাদ দিয়েছেন মনির আলম। দূরপাল্লার এক দর্শনীয় শটে।
যা চোখে লেগে থাকার মতো। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শট নেন তিনি। গোলরক্ষক মিতুল মারমা সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করলেন তবে বলকে রুখতে পারলেন না। ঠিকই মনিরের শটটি জালের আশ্রয় নেয়। ২৭ মিনিটে করা মনিরের সেই গোলেই পরে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। পরে শত চেষ্টায়েও সমতায় ফিরতে পারেনি আবাহনী। ব্রাদার্সের জমাট বাঁধা রক্ষণের কাছে সুলেমান দিয়াবাতে-আল আমিনদের আক্রমণগুলো আর আলোর মুখ দেখে না। এতে ফেডারেশন কাপ জয় দিয়ে শুরু করলেও ফিরতি ম্যাচে হারের তেতো স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোচ মারিফুল হকের শিষ্যদের।অন্যদিকে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ২-০ গোলে হারিয়েছে পিডাব্লিউডি।বসুন্ধরা কিংস অ্যারেনায় গোল দুটি করেছেন আকবীর তুরেব ও মোহাম্মদ শরীফ। ৫ দলের গ্রুপে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাদার্স। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই ও তিনে পিডাব্লিউডি ও আবাহনী।

আরও পড়ুন