২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমি রেজিস্ট্রেশনে হয়রানি বন্ধের আহ্বান চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্র ঘোষিত ৭ দফা বাস্তবায়নে দলিল লেখকদের পাশে থাকার আশ্বাস দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভূমি রেজিস্ট্রেশনে দলিল লেখকদের নানা ধরনের হয়রানি বন্ধ করতে হবে। সরকারের রাজস্ব আদায়ে দলিল লেখকগণ অগ্রণী ভূমিকা পালন করছে।শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে আয়োজিত দলিল লেখক সমাবেশে এ আহ্বান জানান তিনি।চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি মুহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মামুনুর রশিদের পরিচালনায় দলিল লেখক সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ।সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ দলিক লেখক সমিতির চেয়ারম্যান এম এ রশিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে.এস হোসাইন টমাস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি প্রমুখ। সমাবেশে সমাবেশে বক্তারা বলেন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল লিখতে পারবে না। কেন্দ্রীয় দলিল লেখক সমিতির ঘোষিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আরও পড়ুন