অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।দেশটির জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এই মন্তব্যকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছে। পাকিস্তান মনে করছে, ভারতের এই উসকানিমূলক বক্তব্য শুধুমাত্র আঞ্চলিক শান্তিকে বিঘ্নিত করবে না, বরং দক্ষিণ এশিয়ায় নতুন সংঘাতের আগুন জ্বালাতে পারে।
এই বিবৃতিটি এসেছে ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিংয়ের এক বক্তব্যের পর। তিনি দাবি করেছিলেন, গত মে মাসের সংঘাতে ভারত পাকিস্তানের অন্তত ৫টি যুদ্ধবিমান—এফ–১৬ ও জেএফ–১৭—ভূপাতিত করেছে। পাকিস্তান তা অস্বীকার করে বলেছে, ‘ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে, অথচ বাস্তবে তারা সহিংসতা ও সন্ত্রাসবাদকে উসকে দিয়েছে।’
পেছনের প্রেক্ষাপটে, গত মে মাসে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। পাকিস্তান পাল্টা ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ চালায়। ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
পাকিস্তানের আইএসপিআর আরও হুঁশিয়ারি দিয়েছে, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে, তবে ‘ভারতের মানচিত্রও মুছে যাবে’। বিবৃতিতে বলা হয়েছে, নতুন কোনো যুদ্ধ বা সংঘাতের ক্ষেত্রে পাকিস্তান এক বিন্দু ছাড় দেবে না এবং এর পরিণতি ভয়াবহ ধ্বংসযজ্ঞ হবে।বিশেষজ্ঞরা মনে করছেন, কাশ্মীর বিরোধ, সীমান্তে সামরিক প্রতিযোগিতা এবং দুই দেশের রাজনৈতিক উসকানি মিলিতভাবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য চরম হুমকি হিসেবে কাজ করছে।
