২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ–ভারতের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে গেছে। এতে আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বের চারটি ম্যাচ ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রবিবার (৪ জানুয়ারি) বিসিবির ১৭ সদস্যের বোর্ড বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নিরাপত্তার কারণে ভারত ভেন্যুতে দল পাঠানো সম্ভব নয় বলে শীর্ষ একজন পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন। তাই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের আবেদনও পাঠানো হয়েছে। বিসিবি জানিয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়’।
এর আগে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছিল; এই নজিরও আইসিসির কাছে তুলে ধরা হয়েছে।
বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। বাংলাদেশ ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে খেলবে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী চারটি লিগ ম্যাচের তিনটি কলকাতা এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।
এদিকে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড আগেই আইসিসির কাছে জমা দিয়েছে বিসিবি। অধিনায়ক লিটন দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান। দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাজমুল হোসেন শান্ত। বিপিএলে ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দের দিকে নির্বাচন কমিটির নজর থাকলেও প্রাথমিক দলে সুযোগ পাননি।
বিসিবি জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে। এরপর কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন।

আরও পড়ুন