৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতীয় পণ্যে আরও শুল্কের হুমকি ট্রাম্পের, প্রতিবাদ নয়াদিল্লির

অনলাইন ডেস্ক : রাশিয়ার তেল কেনা চালিয়ে যাওয়ায় ভারতের পণ্যের ওপর ‘উল্লেখযোগ্যভাবে’ শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। খবর এনডিটিভির।স্থানীয় সময় সোমবার (৪ আগস্ট) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, আমি যুক্তরাষ্ট্রে আমদানি করা ভারতের পণ্যে উল্লেখযোগ্যভাবে শুল্ক বাড়িয়ে দেব।
তবে ঠিক কত শুল্ক বাড়ানো হবে তা স্পষ্ট করে বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে যেসব দেশ রাশিয়ার তেল কিনবে তাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি, ৭ আগস্ট থেকে ভারত থেকে আসা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের এই হুমকির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্রই তাদের রাশিয়া থেকে তেল কিনতে উৎসাহ দিয়েছিল, যাতে বিশ্ব বাজারে জ্বালানির দাম স্থিতিশীল থাকে।
বিবৃতিতে ভারত পাল্টা প্রশ্ন তোলে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাই রাশিয়ার সঙ্গে অনেক বেশি বাণিজ্য করছে, এমনকি যখন তাদের জন্য এটি খুব জরুরি নয়। ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে প্রায় ৮৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য করেছে, যা ভারতের বাণিজ্যের চেয়ে অনেক বেশি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও রাশিয়া থেকে বিভিন্ন পণ্য যেমন ইউরেনিয়াম, সার ও রাসায়নিক আমদানি অব্যাহত রেখেছে।ভারত বিবৃতিতে জোর দিয়ে বলেছে, তারা দেশের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ ‘অহেতুক ও অযৌক্তিক’।

আরও পড়ুন