ক্রীড়া ডেস্ক : সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরেই মেয়েদের বিভাগে বাংলাদেশ শুভ সূচনা করেছে। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে লাল সবুজের দল। থাইল্যান্ডের ননতাবুড়ি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমার্ধেই বাংলাদেশ ২ গোলে এগিয়ে থাকে। সাবিনা-মাসুরারা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন।ম্যাচ শুরুর ৮ মিনিটে কৃষ্ণার পাসে সাবিনা খাতুন আলতো শটে গোল করেন। একটু পর আবারও বাংলাদেশ এগিয়ে যায়। সেই একই কম্বিনেশনে। কৃষ্ণারানীর দারুণ এক পাসে সাবিনা পোস্টের একদম সামনে থেকে বল জড়িয়ে দেন জালে।এক ডিফেন্ডার সঙ্গে থাকলেও সাবিনাকে আটকাতে পারেননি। একটু পর নীলুফা ইয়াসমিন নীলা গোলকিপারকে একা পেয়ে শট নিলেও সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। ভারত এই অর্ধে অন্তত দুইবার বাংলাদেশের গোলকিপারের পরীক্ষা নিয়েছে। কিন্তু পরাস্ত করতে পারেনি ।২ গোলের লিড নেওয়া বাংলাদেশের আধিপত্য বিরতির পরও চলতে থাকে। মাতসুসিমা সুমাইয়া বলের গতি ধরে রেখে দলের হয়ে তৃতীয় গোল উপহার দেন।
ভারত ৩ গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে সফল হয়। কর্নার থেকে আরিয়া মোরে ব্যবধান ৩-১ করেন। এরপর বাংলাদেশকে চাপে রাখলেও আর গোল শোধ দিতে পারেনি।পরবর্তী ম্যাচে বাংলাদেশ ১৭ জানুয়ারি ভুটানের বিপক্ষে খেলবে।





