চবি প্রতিনিধি: বছর না ঘুরতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আরেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লাবিবা লামিয়া তানহা। সেই ওই বিভাগের (২০২২-২৩) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।সোমবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সামনে একটি ভাড়া বাসার ৪ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লাবিবা শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানান। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রী লাবিবা লামিয়া আর আমাদের মাঝে নেই। মেধাবৃত্তিক রাজনীতি করার অভিপ্রায়, ছাত্রদলকে শক্তিশালী করার জন্য কর্মসূচির কথা আর কেউ বলবে না বোন।’
এর আগে, গত বছরের ১ নভেম্বর এই বিভাগের একই বর্ষের তাজরিয়ান আহমেদ সোয়ারা (২১) নামের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
