নিজস্ব প্রতিবেদক: আশ্রয়হীন ও বাস্তুহারা ননগরবাসীদের প্রাণের সংগঠন “প্রগতিশীল নাগরিক সমাজ” ১, ৮, ১৬, ২৮, ৩৩ ও ৩৯ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল এগারোটায় সংগঠনের উত্তর কাট্টলিস্থ অস্থায়ী কার্যালয়ে প্রবাসী ইঞ্জিনিয়ার সাঈদ আহমদের সভাপতিত্বে এক গণ ধিক্কার সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অত্যন্ত ক্ষোভ ও ঘৃণা জানিয়ে বলেন, প্রগতিশীল নাগরিক সমাজ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী ও প্রগতিশীল নাগরিক সমাজ-এর গরীব দুঃখী অসহায় সদস্য/সদস্যাদের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল আমাদের সুনাম সুখ্যাতি ও নিঃস্বার্থ সামাজিক কর্মকাণ্ডে হিংসাপরায়ণ হয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির ঘৃণা অপচেষ্ঠা চালিয়ে আমাদের মহৎ উদ্যোগে অপপ্রচার চালাচ্ছে, তারা সমাজ, জাতি ও দেশের শত্রু। ঐ সকল কুচক্রী, সন্ত্রাসী চাঁদাবাজদের ধিক্কার জানিয়ে অন্যান্যের বক্তব্য রাখেন সর্বজনাব মাওলানা আবদুল মালেক, মোহাম্মদ আবদুল কালাম, খুরশীদা বেগম, মাজেদা বেগম, মঞ্জু দে, ঊষা বালা সুশীল ও নয়নতারা প্রমূখ। বক্তারা এই ধরনের গর্হিত কাজ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
