অনলাইন ডেস্ক: লেখক, গবেষক, সাংস্কৃতিক সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু (৭৩) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মহিউদ্দিন শাহ আলম নিপু চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের জোড়পুনি গ্রামের কাদির বক্স ভুঁইয়া বাড়ির মরহুম মোহাম্মদ ওয়াজিউল্লাহর ছেলে। তিনি ছিলেন একজন সমাজকর্মী, সাহিত্যানুরাগী ও সংগঠক।পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে রিকশা যোগে ঢাকায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁর রিকশায় পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। রাত ৯টার দিকে একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) দুর্ঘটনার বিষয়ে নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিনকে অবহিত করলে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে যান। এরপর রাতভর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
মহিউদ্দিন শাহ আলম নিপুর মরদেহ আজ শনিবার বিকেলে চট্টগ্রামের আনা হবে। রাত ৯টায় নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ি মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করা শাহ আলম নিপু ছিলেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি, কালধারা প্রকাশনীর কর্ণধার।তিনি ছিলেন মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রামের উপদেষ্টা, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্নর, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা ও বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘নিপু ভাই মিরসরাইয়ের রত্ন ছিলেন। তাঁর শূন্যতা অপূরণীয়। তিনি সাহিত্য, সংস্কৃতি এবং সমাজসেবায় যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন, তা অনুপ্রেরণার এক জীবন্ত দৃষ্টান্ত।’মহিউদ্দিন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপুর প্রয়াণে সাহিত্য ও সমাজকর্মের অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু এবং সাধারণ সম্পাদক আলী প্রয়াস মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। একাধিক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
