স্পোর্টস ডেস্ক : আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘বর্জন’ নীতি এখন বড় প্রশ্নের মুখে। জনসম্মুখে বাংলাদেশকে সমর্থনের কথা বলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও, পর্দার আড়ালে বাবর-রিজওয়ানদের জন্য কলম্বোর টিকিট ইতিমধ্যেই বুক করে রেখেছে পিসিবি। টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তান দল আগামী সোমবার অস্ট্রেলিয়ার সাথে একই ফ্লাইটে লাহোর থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।যদিও পিসিবি প্রধান মহসিন নকভি এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের বিষয়ে সবুজ সংকেত দেননি, তবে এয়ার লঙ্কায় টিকিট বুকিং নিশ্চিত করা এবং ক্রিকেটারদের এক মাসের প্রস্তুতি নিয়ে লাহোরে হাজির হতে বলায় স্পষ্ট যে, পাকিস্তান শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
বিশ্বকাপ বর্জন করলে আইসিসি থেকে বড় ধরনের আর্থিক ক্ষতি এবং বিশ্ব ক্রিকেটে একঘরে হয়ে যাওয়ার আশঙ্কা করছেন পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে পরামর্শ করেছেন। শাহবাজ বাংলাদেশের প্রতি নৈতিক সমর্থন জানালেও, বড় অংকের আর্থিক ক্ষতির কথা বিবেচনায় রেখে টুর্নামেন্ট বয়কট না করার পরামর্শ দিয়েছেন।এছাড়া সাবেক পিসিবি প্রধান নাজম শেঠি এবং রমিজ রাজাও বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ ও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার মতো হঠকারী সিদ্ধান্ত নিতে নিষেধ করেছেন।
নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ। কিন্তু আইসিসির ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে সেই আবেদন খারিজ হয়ে যায় এবং বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে (যাদের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড)। পিসিবি এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেও টিকিট বুকিংয়ের ঘটনাটি প্রমাণ করে যে, মাঠের ক্রিকেটে তারা হারতে চায় না।
আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা সোমবার (২ ফেব্রুয়ারি) পিসিবি প্রধান মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের চূড়ান্ত অবস্থান ঘোষণা করবেন। বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাওয়া পাকিস্তান দলের সদস্যরা মানসিকভাবে বিশ্বকাপের জন্যই প্রস্তুতি নিচ্ছেন। খাইবার পাখতুনখোয়া থেকে আসা ক্রিকেটাররা ইতিমধ্যেই দীর্ঘ সফরের জন্য নিজেদের সব মালপত্র গুছিয়ে লাহোরে অবস্থান করছেন।





