১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিলে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিলে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে জান্নাত আরা (৮) ও মোহাম্মদ ফারুক (১০) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকায় এই ঘটনা ঘটে।নিহত জান্নাত আরা (৮) স্থানীয় মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে এবং মোহাম্মদ ফারুক (১০) প্রতিবেশী জিয়াউর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘সম্প্রতি টানা বৃষ্টিতে ওই এলাকায় বিল-জমিতে পানি জমে গেছে। দুপুরের দিকে কয়েকজন শিশু স্থানীয় একটি বিলে খেলছিল। খেলার এক পর্যায়ে জান্নাত আরা ও ফারুক সেখানকার একটি বিলের পানিতে তলিয়ে যায়। তখন উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে। দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।’টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন