২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপ্লবী বিনোদ বিহারীর জন্মদিনে চৈতগ্রামের বিশেষ আয়োজন

খবর বিজ্ঞপ্তি: আজ মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী বিনোদ বিহারী চৌধুরীর ১১৫তম জন্মদিন উপলক্ষে চৈতগ্রামের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিনত বিহারী চৌধুরীর সংগ্রামী জীবন, দেশপ্রেম ও আত্মত্যাগের স্মৃতিচারণ করা হয়। বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা ও অবদান আমাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তরুণ প্রজন্মকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।একই সঙ্গে এদিন চৈতগ্রামের প্রতিষ্ঠা বার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের অতীত কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা চৈতগ্রামের ধারাবাহিক সামাজিক, সাংস্কৃতিক ও দেশপ্রেমমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তিত্ব চিরন্তন চিরু চৈতগ্রামের সংগঠক :- দাউদআলম,প্রকাশ মজুমদার বাবু,সুভাষ বিশ্বাস, তপন ধর,প্রকাশ মজুমদার,কামরুল হোসেন,সিঞ্চন ভৌমিক,অনিক মিত্র প্রমুখ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল ভাবগম্ভীর, উৎসবমুখর ও অনুপ্রেরণাদায়ক।চৈতগ্রাম বিশ্বাস করে, মহান বিপ্লবীদের আদর্শ ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও প্রগতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন