বিনোদন ডেস্ক : বড় পর্দায় ব্যাপক সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন যাত্রা শুরু করল রণবীর সিং অভিনীত আলোচিত ছবি ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল আদিত্য ধর পরিচালিত এই সিনেমা। বিশ্বজুড়ে প্রায় ১১০০ কোটি রুপি আয় করা ছবিটি শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু করেছে।তবে প্রেক্ষাগৃহে যে সংস্করণ দর্শক দেখেছিলেন, ওটিটিতে সেটি একেবারে হুবহু রাখা হয়নি।জানা গেছে, নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সংস্করণ থেকে কিছু ‘আপত্তিকর’ সংলাপ বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে তিন ঘণ্টার ছবিটি ৯ মিনিট কমিয়ে আনা হয়েছে। এই সম্পাদনা নিয়ে দর্শকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, কাটছাঁটের ফলে ছবির তীব্রতা ও আবহ কিছুটা ম্লান হয়ে গেছে।
‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বিতর্কে জড়ায় মূলত এর রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে। ছবির গল্পে পাকিস্তানের লিয়ারি অঞ্চলের গ্যাংস্টার চক্র ও এক ভারতীয় গুপ্তচরের অভিযান তুলে ধরা হয়েছে। ‘হামজা আলি’ চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় প্রশংসিত হলেও, পাকিস্তানবিরোধী দৃষ্টিভঙ্গি ও কিছু সংলাপ নিয়ে সমালোচনার মুখে পড়ে সিনেমাটি।এই বিতর্কের জেরেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি।বাহারাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সিনেমাটি নিষিদ্ধ করা হয়। ফলে ওই অঞ্চলে মুক্তি না পাওয়ায় নির্মাতাদের প্রায় ৯০ কোটি রুপি সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হতে হয়। তবে সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে দিল ওটিটি বাজার।
জানা গেছে, ‘ধুরন্ধর’ এবং এর সিক্যুয়াল ‘ধুরন্ধর ২’-এর ডিজিটাল স্বত্ব নেটফ্লিক্স কিনেছে প্রায় ১৩০ কোটি রুপিতে। এর ফলে মধ্যপ্রাচ্যসহ যেসব অঞ্চলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, সেখানকার দর্শকরাও এবার ওটিটিতে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।




