নিউজ ডেস্ক: বিডিআর বিদ্রোহের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে তারা মুক্তি পান।এ সময় কারা ফটকে তাদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ মে) রাতে বন্দি ২৭ সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, বিডিআর বিদ্রোহ মামলায় ১০ জনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি দেওয়া হয়।উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
