২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদ শূন্য হয়। এ প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভায় তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।বিএনপি সূত্র জানায়, বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল না। তবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়েই তাকে চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়।বিএনপির গঠনতন্ত্রের ৭(গ)(৩) ধারা অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। সে অনুযায়ী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হন।১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার প্রত্যাবর্তন বিএনপির জন্য নতুন উদ্দীপনার সূচনা করেছে। বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নেতৃত্ব দেবেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণকারী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তিনি।দীর্ঘ মামলা, নির্বাসন ও রাজনৈতিক সংকট পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন নতুন অধ্যায়ে প্রবেশ করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন