২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপিকে শক্তিশালী করতে মীর হেলালের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:মাসুম

হাটহাজারী প্রতিনিধি: বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ২০০৯ সালের পর থেকে ২০২৪’র ৫ই আগস্ট পর্যন্ত স্বৈরাচারের হাতে জিম্মি ছিল। এই সাড়ে ১৫ বছর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা সহ বিরোধী মতের অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। ৫ আগস্টের পর বিএনপির জনপ্রিয়তায় কিছু সংখ্যক দল বিএনপি এবং কেন্দ্রীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপ্রচারের মাধ্যমে সাধারণ জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এধরণের কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার জন্য এবং আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন পুনরুদ্ধারের জন্য হাটহজারীর উন্নয়নের স্বার্থে এবং বিএনপিকে শক্তিশালী করতে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি গতকাল আগামী ২১ জুলাই উত্তর হাটহাজারীর ফরহাদাবাদ, ধলই ও মির্জাপুর ইউনিয়নের বিএনপির সদস্য সংগ্রহ অভিযান সফল করার লক্ষ্যে ৩নং মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করতে গিয়ে সর্বসাধারণের নিকট এ আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মুহাম্মদ আলী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবুল বশর, মুহাম্মদ আবুল হাশেম, মুহাম্মদ সালেহ উদ্দীন, মাওলানা শামসুল আলম, মাওলানা মুহাম্মদ কাশেম, মুহাম্মদ আমির, মুহাম্মদ সালাহ উদ্দিন, মুহাম্মদ এরশাদুল আলম, মুহাম্মদ নুর মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ কালে সৈয়দ মোস্তফা আলম মাসুম আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগী নেতৃত্বে আগামীর বাংলাদেশের কর্ণধার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য হাটহাজারী থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলালের নেতৃত্বে হাটহাজারীর শান্তিপ্রিয় জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন