৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাকলিয়ায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এ অভিযান চালায়।
সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ৫টি ভবন মালিকের কাছ থেকে জরিমানা আদায়ের পাশাপাশি একটি ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়।
সিডিএ’র অথরাইজড অফিসার-১ কাদের নেওয়াজ টিপু বলেন, নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে সিডিএ অভিযান পরিচালনা করছে। এতে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। বিশেষ করে নকশা বহির্ভূত ভবন নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা রাখার কথা থাকলেও রাখেনি বেশিরভাগ ভবন মালিক। এর প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ভবন মালিককে জরিমানা করেছেন বলে তিনি জানান।

 

আরও পড়ুন