২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে ঘুরতে গিয়ে নিখোঁজ ৭ স্কুলছাত্র উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীতে ঘুরতে গিয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর ৭ ছাত্রকে উদ্ধার করা হয়েছে। সবাই উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তাদের উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৭ সেপ্টেম্ব) ভোর ৫টায় জঙ্গল জলদি ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার শিক্ষার্থীরা হল- মাহতাব মনজুর, আবরার উদ্দীন ইশরাফ, আখতারুজ্জমান, কিশোর দাশ, আলজাওয়হরি, মো. জিনান ও মো. সাঈদ।
চেমন আরা নামের এক অভিভাবক জানান, গতকাল বিকেলে তারা খেলতে যাওয়ার নাম করে জঙ্গল জলদি এলাকায় ঘুরতে গিয়ে পথ ভুলে নিখোঁজ হয়। আমরা রাতে থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। রাতভার অভিযান চালিয়ে আজ ভোরে পুলিশ তাদের উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, তিনটি গ্রুপ হয়ে রাতভর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এই বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, সকলের প্রচেষ্টায় নিখোঁজ ৭ শিশুকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। এসব শিশুকে অপহরণ করা হয় নি। তারা পথভুলে গহীন পাহাড়ে হারিয়ে গিয়েছিল।

আরও পড়ুন