২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বসত ঘরের ওপর বজ্রপাত, স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম চর সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে বজ্রপাতে কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসত ঘরের ওপর বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আকাশ মেঘ করে শুরু হয় প্রবল বাতাস। একপর্যায়ে আকাশে বিদ্যুৎ চমকের সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিলেন। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। জাহাঙ্গীরের টিনের ঘরের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানরা অক্ষত রয়েছে। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে।এ বিষয়ে সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, এই মুহূর্তে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। অসহায় সন্তানরা তাদের মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে গেল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন