মিরসরাইয়ে বসতঘরে ডাকাতি
মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খইয়াছরা ইউনিয়নের পূর্ব খইয়াছরা এলাকায় গনি আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত গনি আহম্মদ বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে ৮–৯ জন মুখোশধারী ডাকাত লোহার এঙ্গেল দিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। তখন আমরা সবাই ঘুমে ছিলাম। জেগে উঠার সঙ্গে সঙ্গে তারা আমার মেয়ে ও ছেলের বউয়ের হাত, মুখ ও চোখ বেঁধে রাখে এবং আমার ছোট নাতিকে মারার হুমকি দেয়। এরপর তারা ঘরের আলমিরা ভেঙে আড়াই ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা এবং ৩টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।’মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ এই ঘটনায় তদন্ত চালাচ্ছে।’
