ডেক্স নিউজ: নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে একথা জানান র্যাব-১-এর উপ পরিচালক মেজর অনাবিল ইমাম। গ্রেপ্তারকৃত আসামি হলেন নরসিংদীর মাধবদী থানার মো. আদম আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩৫)বৃহস্পতিবার রাতে নরসিংদীর মাধবদী থানার বিবিরকান্দি পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১৬ জানুয়ারি বন্দরের নবীগঞ্জ এলাকার জোনাল অফিসের পদুঘর ইনডোর বৈদ্যুতিক সাব স্টেশনে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় জোনাল অফিসের এজিএম মো. আব্দুল মোমেন সরকার বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।আসামিকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অনাবিল ইমাম।
