২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছোট ভাইয়ের নাম মো. মোরশেদ (৪০)।
পুলিশ জানিয়েছে, পারিবারিক ঝগড়ার জের ধরে এই খুনের ঘটনা ঘটে। এরপর তিনি পালিয়ে গেছেন। খুনের শিকার মোরশেদ পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা। তার বড় ভাইয়ের নাম মো. জসিম।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও জসিমের মধ্যে মনোমালিন্য চলছে। এর রেশ ধরেই তাদের সম্পর্কের অবনতি হয়। আজ দুপুরে তর্কাতর্কির একপর্যায়ে জসিম মোরশেদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ঘটনার বিষয়ে জানতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
তবে একই থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানিয়েছেন, পরিবারের লোকজন আহত মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন