১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় ছুরিকাঘাতে ২ নারীকে হত্যা: প্রধান সন্দেহভাজন আটক

নিজস্ব প্রতিবেদক:বগুড়া শহরে ঘরে ঢুকে ছুরিকাঘাতে দুই নারীকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।বৃহস্পতিবার ভোরে শহরের খান্দার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার। আটক সৈকত হাসান (২০) বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকার সোহেল ইসলামের ছেলে।এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে ইসলামপুর হরিগাড়ী এলাকায় ঘরে ঢুকে হত্যা করা হয় দুই নারীকে।নিহতরা হলেন- ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। দুজন সম্পর্কে দাদী শাশুড়ি ও নাতি বউ।এ সময় আরও এক নারী আহত হয়েছেন। তিনি নিহত লাইলী বেওয়ার ছেলে বুলবুলের মেয়ে বন্যা।ঘটনার পর আহত বন্যার ফুফাতো ভাই মো. খোকন বলেন, “সৈকত নামে এক ছেলে বন্যাকে পছন্দ করে। সে প্রায়ই বিরক্ত করত। সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও সাত-আটজন ঘরে প্রবেশ করে।“তখন বন্যার ভাবী হাবিবা তাদের গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। এরপর লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। এ সময় বন্যা ছুটে এলে তার পেটেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।”ওসি ইকবাল বাহার বলেন, ঘটনার পরই আমরা আসামি ধরতে অভিযান শুরু করি। পরে বৃহস্পতিবার ভোরে সৈকতকে আটক করা হয়।তাকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান চলছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন