২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে ১ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

অনলাইন ডেস্ক: ফেনীর ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১কোটি ৮০লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোরে ফেনীস্থ ৪ বিজিবি সদস্যরা মালামাল গুলো জব্দ করে।
বিজিবি সূত্র জানা গেছে, আজ ভোর রাতে ভারত বাংলাদেশ ছাগলনাইয়া সীমান্ত এলাকায় টহল চলাকালে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, টি শার্ট, চশমা ও জুতার বস্তা পেলে রেখে পালিয়ে যায় পরে বিজিবি সদস্যরা মালামাল গুলো জব্দ করে । যার আনুমানিক বাজার মূল্য ১কোটি ৮০ লক্ষ ৯৭ হাজার টাকা। জব্দকৃত গাঁজা স্থানীয় থানা ও অন্য মালামাল গুলো ফেনীস্থ কাস্টমস্ এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোশাররফ হোসেন জানান, চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় মালামালের গাইড রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন