২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিপাইনে ফেরি দুর্ঘটনায় নিহত ১৫, নিখোঁজ ২৮

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত এবং ২৮ জন নিখোঁজের তথ্য দিয়েছে দেশটির কোস্ট গার্ড।ফিলিপাইন কোস্ট গার্ড জানায়, ‘এমভি ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে দক্ষিণ-পশ্চিম মিন্দানাওয়ের জাম্বোয়াঙ্গা সিটি বন্দর থেকে জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রার কিছুক্ষণ পরে সোমবার (২৬ জানুয়ারি) ভোরে বিপদ সংকেত পাঠায়।’কোস্ট গার্ডের দক্ষিণ মিন্দানাও অঞ্চলের কমান্ডার রোমেল দুয়া জানিয়েছেন, দুর্ঘটনার পর এ পর্যন্ত অন্তত ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।তবে ১৫ জন নিহতের পাশাপাশি এখনও যাত্রীদের ২৮ জন নিখোঁজ।
তিনি আরো জানান, উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি কোস্ট গার্ড বিমানের পাশাপাশি বিভিন্ন সরঞ্জামসহ নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা যুক্ত হয়েছেন।তিনতলা বিশিষ্ট ৪৪ মিটার দীর্ঘ ফেরিটি বাসিলান প্রদেশের দ্বীপপুঞ্জের অংশ বালুক-বালুক দ্বীপের প্রায় পাঁচ কিলোমিটার পূর্বে ডুবে যায়।ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র নোয়েমি কায়াবিয়াব স্থানীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, উদ্ধারকৃত যাত্রীদের বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার সময় ওই এলাকায় সমুদ্র বেশ উত্তাল ছিল।
ফিলিপাইন কোস্ট গার্ড প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অন্ধকার পানির মধ্য থেকে যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিওতে অন্ধকারে আটকে পড়া যাত্রীদের সাহায্যের জন্য চিৎকার করতেও শোনা যায়।
রোমেল দুয়া বলেন, ‘দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।তবে এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার উদ্ধার কার্যক্রম।’

আরও পড়ুন