ক্রীড়া ডেস্ক : জমজমাট লড়াইয়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মঙ্গলবার (১ জুলাই) রাতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জয় এনে দেওয়া একমাত্র গোলটি করেন গঞ্জালো গার্সিয়া।ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায়। সপ্তম মিনিটেই গোলের সহজ সুযোগ পেয়েছিল জুভেন্টাস। সতীর্থ কেনান ইলদিজের থ্রু পাস ধরে রিয়ালের রক্ষণ ভেদ করে এগিয়ে যান কোলো মুয়ানি। কিন্তু রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার মাথার ওপর দিয়ে দুর্দান্ত এক ফ্লিক করেও গোল করতে ব্যর্থ হন তিনি। তার শটটি অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়।
প্রথমার্ধে রিয়ালের হয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন চুয়ামেনি, বেলিংহ্যাম ও ফেদে ভালভার্দে। তবে গোলরক্ষক মিশেল ডি গ্রেগরিও ও জুভ ডিফেন্স দৃঢ়ভাবে তা প্রতিহত করে। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর পুরোপুরি আধিপত্য দেখাতে শুরু করে রিয়াল। অবশেষে ৫৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় লস ব্লাঙ্কোসরা। লিভারপুল থেকে আসা নতুন তারকা ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড ডান দিক থেকে দারুণ এক ক্রস দেন, যেটি হেড করে জালে পাঠান গঞ্জালো গার্সিয়া। চলতি আসরে এটি তার তৃতীয় গোল।
গোলের পর আক্রমণের ধার কমায়নি রিয়াল। তবে দ্বিতীয় গোল আর আসেনি। ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। তবে দীর্ঘদিন অসুস্থতার কারণে মাঠের বাইরে থাকায় ছন্দে ফেরার সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। আরদা গুলার ও চুয়ামেনি আরও দুটি দুর্দান্ত শট নিয়েছিলেন, তবে গোলরক্ষকের দুর্দান্ত দক্ষতায় রক্ষা পায় জুভেন্টাস।
ম্যাচের শেষদিকে বিতর্কিত এক ঘটনা ঘটে। কোলো মুয়ানিকে রিয়ালের বক্সে ফেলে দেওয়া হয়। জুভ খেলোয়াড়রা জোরালোভাবে পেনাল্টির দাবি জানালেও রেফারি তা নাকচ করে দেন। ভিএআরও তাদের দাবি প্রত্যাখ্যান করে।অবশেষে গার্সিয়ার একমাত্র গোলেই জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে নেয় রিয়াল মাদ্রিদ।
