৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন-আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ফটিকছড়ি, চট্টগ্রাম মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করে।


মঙ্গলবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী (ইউএনও)অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন, ফটিকছড়ি মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম রেজা। সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সমবায় অফিসার শহীদ ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ছফি উল্লাহ, ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, ফটিকছড়ি থানান সাব ইন্সপেক্টর সুমন দে, কমিটির সহ সভাপতি মোহাম্মদ কামরুল হায়দার, নির্বাহী সদস্য এড. আহম্মদ কবির (করিম), আহম্মদ আলী চৌধুরী, সৈয়দা নাসরিন আক্তার, রুহুল আমিন প্রমূখ।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতি করলে শাস্তি অনিবার্য। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতার চর্চা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং একে অপরকে নিয়ে কাজ করার আহ্বান জানান। এর আগে এক মানববন্ধন উপজেলা চত্ত্বরে প্রদক্ষিণ করে।

আরও পড়ুন