২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে গণসংহতি আন্দোলনের প্রার্থী মিজানুর রহীমের সাথে শ্রমিকদের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি: নিজ নির্বাচনী এলাকায় চা শ্রমিকদের সাথে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী শ্রমিক নেতা মিজানুর রহীম চৌধুরী বৃহস্পিতবার সকালে ফটিকছড়ি বিভিন্ন চা বাগান পরিদর্শন করে শ্রমিকদের সাথে মিলিত হন।

এ সময় তিনি শ্রমিকদের খোঁজখবর নেন এবং শ্রম আইন অধ্যাদেশ ২০২৫ বাস্তবায়ন হলে শ্রমিকরা কি কি সুবিধা পেতে পারেন, এ বিষয়ে শ্রমিকদের কাছে একটা ধারণা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বহুমুখী শ্রমজীবী হকার সমিতির সাধারণ সম্পাদক সাধন দত্ত, হালদা ভ্যালি চা বাগানের পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হরিদাস পাল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সহ চা শ্রমিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন