১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে খালে ডুবে নানি-নাতনি নিখোঁজ

নাজিরহাট প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানি-নাতনি নিখোঁজ হয়েছেন। সোমবার (১৬ জুন) দুপুরে কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট মানিকপুর গ্রাম ৯ ম্বর ওয়ার্ডের অংশে এ ঘটনা ঘটে।নিখোঁজরা হলেন-ওই এলাকার বদিউল আলমের স্ত্রী হাসনু বেগম (৫০) ও নাতনি মুনতাহা (৭)।
জানা যায়, নাতনি মুনতাহা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে নানি মুনতাহাকে নিয়ে খালে গোসল করতে গিয়েছিলেন। এসময় নাতনি মুনতাহা খালে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে নানিও পানিতে ডুবে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনির। তিনি জানান, দুপুরে নানি আর নাতনি গোসল করতে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

আরও পড়ুন