২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রশ্ন নুরের : দেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে তিনি পোস্ট দেন।পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘গণ-অভ্যুত্থানের ঐক্য ও সংহতি বিনষ্ট এবং দেশের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির জন্য আপনি/আপনারা কাকে/কাদের দায়ী করবেন?’ওই পোস্টে এক হাজার ৮০০ রিঅ্যাক্ট পড়েছে। পোস্টে কমেন্ট করেছেন এক হাজার ৬০০ জন। ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নামে একজন লিখেছেন, ‘সব রাজনৈতিক দল ফেরেস্তা নয়। সবারই কমবেশি দোষ রয়েছে। বিশেষ করে প্রশাসন দলের এককভাবে কাজ করছে, এটাই মেইন সমস্যা।’

আরও পড়ুন