১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রথমবার কনসার্টে দুই ছেলের সঙ্গে গাইলেন শাকিরা

বিনোদন ডেস্ক : প্রথমবার মায়ের সঙ্গে মাইক হাতে মায়ের সঙ্গে গলা মেলালেন বিশ্বখ্যাত পপ সংগীতশিল্পী শাকিরার দুই ছেলে মিলান ও শাশা। কনসার্টে মা ও সন্তানদের এই সুন্দর মুহূর্ত এখন সামাজিকমাধ্যমে ভাইরাল।শাকিরা নিজেই এই মুহূর্তটি সামাজিকমাধ্যমে শেয়ার করেণ। সঙ্গে জুড়ে দেন আবেগঘন বার্তা দিয়েছেন।শাকিরা তার ওয়ার্ল্ড ট্যুরের একটি কনসার্টে একটি আবেগঘন মুহূর্ত উপহার দিয়েছেন। শাকিরা তার জনপ্রিয় গান অ্যাক্রস্টিক লাইভ পরিবেশনায় প্রথমবারের মতো তার ছেলে মিলান ও শাশাকে তার পাশে নিয়ে গেয়েছেন।শাকিরা ক্যাপশনে লেখেন, বুয়েনস আয়ার্স, এই মুহূর্তের জন্য আপনাকে ধন্যবাদ যা আমাদের চিরকাল মনে থাকবে। আমার বাচ্চাদের সঙ্গে গান গাওয়া এবং তাদের ভেতরে যে গানগুলো বহন করে তা প্রকাশ করা একটি ম্যাজিক ছিল। যখন পুরো পরিবারকে গান গাইতে এবং একসঙ্গে দেখা যায়!বলে রাখা যায়, এই মুহূর্তটি দর্শকদের কাছে এক মধুর এবং হৃদয়গ্রাহী দৃশ্যে পরিণত হয়েছে। কনসার্টের মঞ্চটি বিশেষ হয়ে উঠেছে যখন মা ও ছেলেরা মিলিয়ে গাওয়া গানটি আবেগ উদ্রেক করেছে এবং উপস্থিত দর্শকরা তাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

আরও পড়ুন