২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

 পুলিশ পাহারারত অবস্থায় পালিয়েছে আসামি : চমেক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম: নগরের বন্দর থানার বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় চীনা নাগরিককে ছুরিকাঘাতে আহত করা ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ (২৯) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারার মধ্যে পালিয়ে যান তিনি।
পালিয়ে যাওয়া আসামি ইমাম হোসেন আকাশ আনোয়ারা উপজেলার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো.আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকতো।
জানা গেছে, বন্দর থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এক পুরুষ ও দুই নারী মিলে পুলিশ সদস্যদের আক্রমণ করে। এ সময় এক পুলিশ সদস্যের পায়ে ছুরি মেরে আসামি ইমাম হোসেন আকাশকে ছিনিয়ে নেয় তারা। পরে ওই দুই নারীর একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
এ ঘটনায় চট্টগ্রাম বন্দর জোনের ডিসি আমিরুল ইসলাম, এডিসি মোহাম্মদ জাহাঙ্গীর ও বন্দর থানার ওসি আফতাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আসামি পালিয়ে যায়। মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হবো।
এর আগে সোমবার (২১ অক্টোবর) দুপুরে বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিকের ওপর ছিনতাইয়ের চেষ্টা চালায় তিনজন দুর্বৃত্ত। তারা ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পথচারীরা তখন একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেন। আহত ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ ও আহত চীনা নাগরিককে পরে পুলিশ চমেক হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন