১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে পালালো আসামি

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে চুরির মামলার এক আসামি থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই আসামির নাম সাগর প্রকাশ অলি। তিনি কাপ্তাইয়ের নতুন বাজার ঢাকাইয়া কলোনির শাহজাহানের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১১ জুন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অলি উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সাগর প্রকাশ অলি ছিলেন একটু উগ্র স্বভাবের। তিনি আচমকা থানার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।
ওসি আরও জানান, এটি একটি দুর্ঘটনাবশত ঘটে যাওয়া ঘটনা এবং আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে এই ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে একজন আসামি পুলিশের হেফাজত থেকে পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন