১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে খুন, স্ত্রী আহত

অনলাইন ডেস্ক: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক ইউপি সদস্য ও তার ভাবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্যের স্ত্রী।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন।নিহতরা হলেন, শহীদুল ইসলাম (৫০) ও মুকুলি বেগম। আহত হয়েছেন শহীদুলের স্ত্রী রেহানা বেগম।শহীদুল ইসলাম ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম হাওলাদারের ছোটভাই।
পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি মারুফ হোসেন বলেন, শহীদুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুর ঘাটে গেলে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে কুপিয়ে হত্যা করে। এ সময় শহীদুল ইসলামকে বাঁচাতে তার ভাবী মুকুলি বেগম এলে তাকেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাদের চিৎকার শুনে শহীদুল ইসলামের স্ত্রী রেহানা বেগম এলে তাকেও কুপিয়ে রেখে চলে যায় দুর্বৃত্তরা।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গুরুতর আহত রেহানা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইন্দুরকানী থানায় শহীদুল ইসলামের নামে তিনটি মামলা হয়। সেসময় তিনি আত্মগোপনে থাকতে শুরু করেন।কয়েক মাস আগে তিনি গ্রেপ্তার হলেও দুমাস আগে জামিনে বের হন। এরপর থেকে অসুস্থ অবস্থায় তিনি বাড়িতেই ছিলেন ।এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত সেখানে চলে যাই। লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলের আলামত সংগ্রহ করা হয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

আরও পড়ুন