২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় ২ পক্ষের সংঘর্ষে নিহত ১ ও আহত ২০

অনলাইন ডেস্ক: পাবনায় ফরিদপুর উপজেলার মধ্য পুঙ্গলি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গাজ্জালী মুন্সী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাত তিনটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ওই গ্রামের রমজান মুন্সির ছেলে ও স্থানীয় মাতব্বর ছিলেন। এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সংঘর্ষের ঘটনায় আরো ২০ জন আহত হন।তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষ ছুরি, হাসি, দাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপররের ওপর হামলা চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ঈদুল আযহায় ঈদের নামাজ পড়ার সময় চেয়ার নিয়ে সামনে বসাকে কেন্দ্র করে গ্রামের হাজী গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এরপর আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলমান ছিল।এর জের ধরে গত বৃহস্পতিবার ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে গ্রামের অন্যান্যরাও দুই পক্ষে অংশ নেয়। কয়েক ঘণ্টাব্যাপী সংঘঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।সূত্র জানায়, সংঘর্ষে গাজ্জালী মুন্সি, আবু হেনা মোস্তফা কামাল ও শওকত গুরুতর জখম হন।তাদেরকে তাৎক্ষণিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাজশাহীতে পাঠানো হয়। পরে গাজ্জালী মুন্সি রাজশাহী হাসপাতালে মারা যান। এ ছাড়া আবু হেনা মোস্তফা কামাল ও শওকতকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়। আহত অন্যদের মধ্যে রবি প্রামানিক, গিয়াস উদ্দিন, হালিম মুন্সি, মুস্তাকিন মুন্সি, আল-আমিন, হবিবর প্রামানিক, ভুলু প্রামানিকসহ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদপুর থানার ওসি শাকিউল আজম বলেন, ‘দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত গাজ্জালী নামে এক ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন