১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচগুণ বাড়ল ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য, ভক্তদের ক্ষোভ-হতাশা

ক্রীড়া ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের টিকিটের সর্বশেষ মূল্য তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সমর্থকদের অভিযোগ, ফিফা ‘বিশাল এক বিশ্বাসঘাতকতা’ করেছে।ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশের ফুটবল ফেডারেশন তাদের দলের ম্যাচের জন্য মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ পায়, যা সাধারণত দেওয়া হয় সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের জন্য। সে টিকিটের তালিকা প্রকাশের পরই চক্ষু চড়কগাছ ভক্তদের।জার্মান ফুটবল ফেডারেশন প্রকাশ করা নতুন তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বের টিকিটের দাম ১৮০ ডলার থেকে ৭০০ ডলারের মধ্যে। আর ফাইনালের সবচেয়ে কম টিকিট ৪ হাজার ১৮৫ ডলার, সর্বোচ্চ ৮ হাজার ৬৮০ ডলার।ফিফা দাবি করেছিল, গ্রুপ পর্যায়ের ম্যাচে ৬০ ডলারের টিকিট পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজক হওয়ার সময়ে দেশটির কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন—উদ্বোধনী পর্বে লাখো দর্শককে ২১ ডলার মূল্যের টিকিট দেওয়া হবে।কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা।
ইউরোপীয় ফুটবল সমর্থক সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) টিকিটের দামকে উল্লেখ করেছে ‘চরম মাত্রায় বাড়ানো’ হিসেবে। তাদের হিসেবে, শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ দেখতে চাইলে একজন সমর্থককে খরচ করতে হবে প্রায় ৬ হাজার ৯০০ ইউরো (৮ হাজার ১১১ ডলার)—যা কাতার বিশ্বকাপে সমপর্যায়ের টিকিটের প্রায় পাঁচ গুণ।এফএসই এক বিবৃতিতে বলেছে, ‘এটি বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি এক বিশাল বিশ্বাসঘাতকতা।সমর্থকরা এই টুর্নামেন্টের প্রাণ—তাদের অবদানকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।’
সংগঠনটি আরো অভিযোগ করেছে, গ্রুপ ম্যাচে এক ধরনের নির্দিষ্ট দাম না রেখে ‘অস্পষ্ট মানদণ্ডে’—ম্যাচ কতটা আকর্ষণীয় তার ওপর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও তাদের সমর্থক সংগঠন ‘ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাব’-এর সঙ্গে তথ্য শেয়ার করেছে। সেখানে দেখা যায়, শুরু থেকে ফাইনাল পর্যন্ত ইংল্যান্ডের সব ম্যাচ দেখতে চাইলে একজন সমর্থকের খরচ পড়বে ৭ হাজার ২০ ডলার (৫ হাজার ২২৮ পাউন্ড)।ইংল্যান্ড ‘ফ্যানস এমবাসি’ একে ‘হাস্যকর একটি নীতি’ আখ্যা দিয়ে বলেছে, ‘চার বছর পরপর হওয়া বিশ্বকাপে এমন অস্বাভাবিক উচ্চমূল্য সমর্থকদের মুখে সরাসরি চপেটাঘাত।’
ফ্রি লায়ন্স নামে ইংল্যান্ডের আরেক সমর্থক গোষ্ঠীও এফএসইয়ের বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছে। তারা বলেছে, ‘এটি সমর্থকদের নির্মমভাবে হেয়প্রতিপন্ন করা। বিশ্বজুড়ে ম্যাচপ্রেমীদের এমন বেহিসেবি দামের হাত থেকে রক্ষা করতে হবে।’ফিফা অবশ্য গত সেপ্টেম্বরে জানিয়েছিল, তাদের ওয়েবসাইটে টিকিটের দাম গ্রুপ পর্বে ৬০ ডলার থেকে শুরু হবে এবং ফাইনালে সর্বোচ্চ ৬ হাজার ৭৩০ ডলার পর্যন্ত থাকতে পারে। তবে প্রথমবারের মতো বিশ্বকাপে ‘ডায়নামিক প্রাইসিং’ চালু করায় দাম আরও বাড়তে পারে।
জার্মান ফেডারেশন প্রকাশিত তালিকায় দেখা যায়, সেখানে মাত্র তিনটি ক্যাটাগরি রাখা হয়েছে। জার্মানির প্রথম ম্যাচ (কিউরাসাওয়ের বিপক্ষে, হিউস্টন) দেখার জন্য সবচেয়ে কম দাম ১৮০ ডলার। সেমিফাইনালের টিকিট শুরু ৯২০ ডলার থেকে, সর্বোচ্চ ১ হাজার ১২৫ ডলার।
এফএসই ফিফাকে আহ্বান জানিয়েছে, তাৎক্ষণিকভাবে জাতীয় ফেডারেশনগুলোর মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করতে, এবং এমন সমাধানের দিকে যেতে যা বিশ্বকাপের ‘ঐতিহ্য, সর্বজনীনতা ও সাংস্কৃতিক গুরুত্বকে সম্মান করে’।ফিফা বৃহস্পতিবার তাদের টিকিট বিক্রির তৃতীয় ধাপ শুরু করেছে। এবার প্রথমবারের মতো সমর্থকরা ‘র‌্যান্ডম সিলেকশন ড্র’-এর মাধ্যমে নির্দিষ্ট ম্যাচের টিকিটের জন্য আবেদন করতে পারছেন। ড্রটি খোলা থাকবে ২০২৬ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত।১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলারের মধ্যে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে দাম ছিল ৭০ থেকে ১ হাজার ৬০০ ডলার।

আরও পড়ুন