২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

বিনোদন ডেস্ক: নান্দনিক চলচ্চিত্রের প্রদর্শনী, সৃজনশীল ভাবনার আদান–প্রদান আর মননশীল দর্শকের উপস্থিতিতে আজ রবিবার পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবের সমাপনী অনুষ্ঠান বসছে সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী দিনে উৎসবে প্রদর্শিত হবে এবারের সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রও।
উৎসবের শেষ দিনে রাজধানীর দুটি ভেন্যু—বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলবে দেশি ও বিদেশি চলচ্চিত্রের প্রদর্শনী।উৎসব আয়োজনে সহযোগিতা করছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ঢাকাস্থ চীনা দূতাবাস, একশনএইড এবং এসএমসি।

আরও পড়ুন