২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা নদীতে ভাসছে কুমির, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে গত কয়েকদিন ধরে একাধিক কুমির ভাসতে দেখা গেছে। এতে ওই এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা সামাজিক বন বিভাগের পক্ষ থেকে মাইকিং ও সতর্কতা জারি করা হয়েছে।সরেজমিন দেখা যায়, সামাজিক বন বিভাগের কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের কর্মীরা নদী তীরে সতর্কতামূলক প্রচারণা করছেন।সেই সঙ্গে ওই এলাকায় মাইকিং করা হয়েছে। এতে বলা হয়, পদ্মা নদীতে কুমির দেখা গেছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীতে নামা যাবে না।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম মামুন জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীর তীরে থাকা উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন অংশে কুমির দেখা যায়।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছিল। এরই মাঝে গত ১৩ জানুয়ারি সকাল ১১টার দিকে এবং দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীর পানিতে কুমির ভেসে থাকতে দেখে। ওই ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কারণে ওই সময় থেকেই আর কেউ নদীতে গোসল করতে নামেনি।
উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশীদুল ইসলাম টুকু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের বিদ্যালয়টি নদীর তীরে। ফলে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা নিয়মিত নদীর তীরে যায়। তবে নদীর ওই স্থানে কুমির ভেসে ওঠায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা শিক্ষার্থীদের নদী তীরে যেতে নিষেধ করেছেন।রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় জানান, ঘটনাটি জানার পর পরই সামাজিক বন বিভাগকে জানানো হয়েছে।বুধবার বন বিভাগের পক্ষ থেকে সেখানে মাইকিং ও সতর্কতা জারি করা হয়েছে। আপাতত নদীতে কাউকে নামতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন